মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির খাতা-কলম বিতরণ লামায় বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা ইউএনওর ফটিকছড়িতে বাবার স্বপ্ন পূরণ করতে নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীরা আগামীর সম্পদ-ফিরোজ শেখ হোসেনপুরে ভূমিদস্যুর খপ্পরে অসহায় কাঞ্চনের পরিবার গৃহহীন ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাব কমিটি গঠন ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬তম বার্ষিক সাধারণ সভা রায়গঞ্জে গাছে গাছে ভরপুর আমের মুকুল কবি ফররুখ আহমদ স্মৃতি পদক পেলেন তরুণ লেখক সামাউন আলী

মুফতি ফয়জুল করিমকে তলব ইসির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ সংক্রান্ত চিঠি সোমবার (৮ মে) রাতে ফয়জুল করিমকে পাঠিয়েছেন। আজ এ তথ্য জানিয়েছেন ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক।
চিঠিতে বলা হয়, আপনি মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম; বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আপনার পক্ষে এইচ এম হাসানুজ্জামান ৩ মে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম হতেও জানা যায়, আপনি বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী। আপনি ৮ মে বরিশাল বিমানবন্দর হতে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আগমন করেন। তদপ্রেক্ষিতে আপনার/আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু দেখা যায়, আপনার আগমন উপলক্ষে আপনার অনুসারী কর্তৃক মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করা হয়েছে। আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।
এ বিষয়ে মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে স্বশরীরে আগামী ১০ মে সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয় চিঠিতে।
তফসিল অনুযায়ী, বরিশাল সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ই জুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com