সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির নিবন্ধীত ৫০৬ জন শিশুর মাঝে ৪৪৬২টি খাতা ও ৯৯৩টি কলম বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষা শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক। এই খাতা ও কলম বিতরণের মাধ্যমে, আমরা দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার শ্তিফান রিনো নাথ বলেন, শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই খাতা ও কলমগুলি তাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে এবং তাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে। টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ বলেন, ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। এই খাতা ও কলমগুলি শিশুদের পড়াশোনায় অনেক কাজে লাগবে। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মধ্যে একজন বলে, “আমি খুব খুশি হয়েছি এই খাতা ও কলম পেয়ে। এগুলো দিয়ে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারব। এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হয়েছে।