বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
নতুন প্রজন্মের সবাইকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘দাম শুনেই চলে যাচ্ছেন ক্রেতারা’ গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক: ওবায়দুল কাদের ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় মাওলানা রফিকুল ইসলাম খান বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো ছয়টি রাজ্যের ভোটাভুটিতে ট্রাম্পের থেকে এগিয়ে বাইডেন জিয়াউর রহমানকে অসম্মান করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা : মির্জা ফখরুল নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ : ধর্মমন্ত্রী

কাউন্টি ক্রিকেট খেলবেন মিরাজ!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

ইংল্যান্ডের বিখ্যাত কাউন্টি ক্রিকেট লিগে খেলার সুযোগ এসেছে মেহেদী হাসান মিরাজের সামনে। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে একটি ওয়ানডে লিগ খেলার প্রস্তাব পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার। এই প্রস্তাবে শর্তসাপেক্ষে আগ্রহও প্রকাশ করেছেন মিরাজ।
দুইয়ে দুইয়ে চার মিললে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলার সুযোগ পাবেন মিরাজ। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে শুরু হতে যাওয়া আসরে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। এই অলরাউন্ডার মুলতঃ প্রস্তাব পেয়েছেন বিপিএলে ফরচুন বরিশাল ও মোহামেডান সতীর্থ জ্যাক লিটন মারফত। ওয়ারউইকশায়ারে হয়ে খেলেন লিটনও। তবে জাতীয় দলকেই আগে প্রাধান্য দিচ্ছেন মিরাজ। জাতীয় দলের খেলা না থাকলেই কেবল কাউন্টি নিয়ে ভাববেন তিনি। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছে। কিন্তু যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করছে সে সময় আন্তর্জাতিক সূচি আছে কিনা তার ওপর। যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যাওয়ার। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com