মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

গলাচিপায় ভূমি সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি ও জন-সচেতনতা সভা

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

দেশের ভূমি জটিলতা নিরসনে বর্তমান শেখ হাসিনা সরকার ও ভূমি মন্ত্রণালয় দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ/২৩ উপলক্ষে গলাচিপা ভূমি প্রশাসনের আয়োজনে এবং স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা সদরে র?্যালি ও উদ্বোধনী জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে বর্ণাঢ্য সাঁঝে ভূমি সেবা সপ্তাহ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলমান থাকবে। সেই উপলক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, পৌর মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ,কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী,সাব রেজিস্ট্রার কার্তিক জোয়ারদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন শিবলী ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, ভূমি মালিকসহ গণমাধ্যম কর্মী ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য যে, চলতি বছর ভূমি সেবা সপ্তাহ সফল করার ক্ষেত্রে ব্যাপক প্রচার অভিযানের ব্যবস্থা গ্রহণ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com