ভারতের রাজস্থানে ছয় ঘণ্টারও কম সময়ে চার হাজারের অধিক তরুণ-তরুণীর গণবিয়ে অনুষ্ঠিত হয়। শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থান নামের একটি সংস্থা এই গণবিবাহের আয়োজন করে। গত শনিবার (১০ জুন) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ এমন তথ্য প্রকাশ করে।
জানা যায়, শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থান নামের সংস্থাটি গত ২৬ মে একটি গণবিয়ের ঘোষণা দেয়। তখন তাদের কাছে চার হাজার ২৮৬ জন তরুণ-তরুণী বিবাহের ইচ্ছা প্রকাশ করে। তাদের মাঝে হিন্দু-মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের তরুণ-তরুণীরাও ছিল। পরে নির্ধারিত দিনে ধুমধামের সাথে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের সময় প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় রীতি অবলম্বন করা হয়।
সূত্রে আরো জানা যায়, এই গণবিয়ের অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও মন্ত্রী প্রমোদ জৈন ভায়া উপস্থিত ছিলেন। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে গহনাপাতি, ফ্রিজ, টিভি, চাদরসহ গদি এবং রান্নাঘরের জিনিসপত্র ও অন্যান্য জিনিস উপহার হিসেবে দেয়া হয়। সূত্র : জিও নিউজ