চলছে মধুমাস। বিভিন্ন মৌসুমি ফলের সুঘ্রাণে মুখরিত চারপাশ। জৈষ্ঠ্য মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ পালন করেছে গাজীপুর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। বৃহস্পতিবার (২২জুন) সকালে বিদ্যালয়ে শহীদ আহসানুল্লাহ মাস্টার হল কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, সফেদা, পেয়ারাসহ প্রায় ১৬ প্রজাতির ফলের সমাহার ছিল। বিদ্যালয়ের উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ে অধ্যক্ষ , সহকার প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেছিল। এছাড়াও এ উৎসবে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন মৌসুমি সকল ফলকে সুন্দর ভাবে সাজানো দেখে ভালো লাগছে। এমন একটি উৎসবের আয়োজন করতে পেরে আমি আনন্দিত। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। আশা করছি আগামী দিনগুলোতেও বিদ্যালয়ে এমন উৎসব গুলোর ধারা অব্যাহত থাকবে।