রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যক্তিগত অর্থায়নে ২ টি কম্পিউটার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। জানাযায়-গত(২৮ মে) রবিবার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যায় উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী সেখানে গিয়ে তিনি দেখতে পায় ডিজিটাল সেন্টারে কম্পিউটার সংকটের কারনে প্রশিক্ষণার্থীদের সমস্যা হয়। যাতে করে সকল শিক্ষার্থীগণ বিনামূল কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন সেজন্য তিনি তার নিজস্ব অর্থায়নে ২ টি কম্পিউটার ক্রয় করে গতকাল শনিবার তাদের হাতে তুলে দেন। বিতরনের সময় উপস্থিত ছিলেন-এ উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ রফিকুল হক রফিক, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ ফরাজী, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহনাজ ইসলাম পুতুল, নুরজাহান খানম ইতি, সমাজসেবক মোঃ মিস্টার মিয়া প্রমুখ। তিনি আরো বলেন-দ্রুত আপনাদের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স করে দেয়া হবে এবং বাজারের ড্রেন এবং রাস্তার জন্য জনগণের চলাচল ব্যাঘাত ঘটছে তা সংস্কার ব্যবস্থা করে দেয়া হবে। উপজেলা চেয়ারম্যান অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সততা ও নিষ্ঠার প্রশংসা তুলে ধরেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।