রুশ সেনাবাহিনীর ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার বিদ্রোহে যুক্তরাষ্ট্র বা সামরিক জোট ন্যাটোর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মুবাশ্বির। প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেছেন যে ওয়াগনার যোদ্ধারা মূলত ভেতরগত কোনো দ্বন্দ্বের কারণে এই বিদ্রোহ করেছে। এর সাথে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কোনো সম্পৃক্ততা নেই।
তবে মাকিন প্রেসিডেন্ট বলেন, এ বিদ্রোহের ফলাফল কী হতে পারে, তা অচিরেই প্রকাশ পেতে পারে।
বাইডেন বলেন, তিনি জুমের মাধ্যমে একটি ভিডিও কলে মিত্রদের সাথে কথা বলেন, সেখানে তারা এ ব্যাপারে সম্মত হয়েছেন যে এ বিদ্রোহের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরের জন্য যুক্তরাষ্ট্র বা ন্যাটোকে দোষারোপ করা ঠিক হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়াতে যাই ঘটুক না কেন, যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকেই সমর্থন দিয়ে যাবে। সূত্র : আল জাজিরা মুবাশ্বির