মারা গেছেন কবি আফতাব আহমদ। গত ৩ জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সাহিত্য অঙ্গনের অনেকেই। তবে নেটিজেনদের নজরে পড়েছে তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের একটি স্ট্যাটাস। যেখানে তিনি বিষণ্ণ মনে কিছু অনুভূতি প্রকাশ করেছেন প্রয়াত কবি প্রসঙ্গে। জানিয়েছেন, হাসপাতালের নথিপত্রে নিজেকে আফতাব আহমদের ‘পুত্র’ হিসেবে উল্লেখ করেছেন!
কারণ, কবি আফতাব আহমদ ছিলেন নুহাশের মা গুলতেকিন খানের স্বামী। হুমায়ূন আহমেদের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ বিরতি পেরিয়ে ২০১৯ সালে তারা বিয়ে করেছিলেন।
শোক প্রকাশে আফতাব আহমদকে নিয়ে নুহাশ বলেছেন, ‘চার মাস আগে তিনি একাধিক স্ট্রোকের শিকার হন। এরপর তিনি দফায় দফায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন এবং নড়াচড়া করতে পারতেন না। আশা করি, এখন তিনি কিছুটা শান্তি পেয়েছেন।’ আরও লিখেছেন, “আফতাব চাচা ও আমার মা বিবাহিত ছিলেন চার বছরেরও বেশি সময় ধরে। তবে ‘স্টেপফাদার’ শব্দটি দিয়ে আমাদের সম্পর্ক পূর্ণতা পায় না। তিনি আমার কাছে পরিবার, একজন প্রিয় বন্ধু এবং একই সঙ্গে আমার সৃষ্টিশীল কাজের সহযোগী ছিলেন। টেলিভিশনে প্রচারিত আমার প্রথম কাজে তিনি গীতিকার ছিলেন, এছাড়া সাম্প্রতিক সময়ের ওয়েব সিরিজ ‘ষ’-তে আমার সঙ্গে সহ-লেখক হিসেবে কাজ করেছেন।”
হাসপাতালের নথিপত্রে নিজেকে আফতাব আহমদের ‘পুত্র’ হিসেবে উল্লেখ করা প্রসঙ্গে নুহাশের ভাষ্য এমন, “গত কয়েক মাসে আমি হাসপাতালের অনেক ফরম পূরণ করেছি। সেখানে সম্পর্কের জায়গায় লিখেছি ‘পুত্র’, আর তা মন থেকেই লিখেছি।”
উল্লেখ্য, কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন গুলতেকিন খান। ১৯৭৩ সালে বিয়ে করেছিলেন তারা। দীর্ঘ ৩২ বছর সংসারের পর বিবাহবিচ্ছেদ করেন এ দম্পতি। তাদের সংসারের চার সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও ছেলে নুহাশ হুমায়ূন।