ক্রিকেট মাঠে তারা সতীর্থ, মাঠের বাইরে ভালো বন্ধু। তামিম ইকবালের অকস্মাৎ অবসর ঘোষণা মানতে পারছিলেন না মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছিলেন হৃদয়ভাঙা এক স্ট্যাটাস। সেই তামিমের অবসর ভেঙে ফেরার খবরে যারপরণাই খুশি মুশফিক। ফেসবুকে এবার তিনি লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারতো না। শুনে খুব খুশি হলাম আমরা আবার মাঠ শেয়ার করবো। ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু হবে এবং অদূর ভবিষ্যতে আমরা একসঙ্গে বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনব।’
তামিমের অবসর ঘোষণা ছিল আবেগী সিদ্ধান্ত। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তার কান্নায় ভেঙে পড়া দেখে সবাই আঁচ করতে পেরেছিলেন, স্বেচ্ছায় নয়, অভিমান থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তামিমকে ফেরাতে শেষ পর্যন্ত উদ্যোগী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গতকাল শুক্রবার সস্ত্রীক গণভবনে যান তামিম। সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণভবন থেকে বেরিয়ে তামিম জানান অবসর প্রত্যাহারের কথা।
এর আগে তামিমের বিদায় নিয়ে মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি।’
এদিকে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও তামিমের ফেরাকে স্বাগত জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘মাশাআল্লাহ, ওয়েলকাম ব্যাক তামিম।’