বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ফুটবলের ‘দ্য আর্কিটেক্ট’ লুইস সুয়ারেজ আর নেই

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ফুটবল দুনিয়ায় ‘দ্য আর্কিটেক্ট’ খ্যাত স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইতালির মিলান শহরে মৃত্যু হয়েছে এই ব্যালন ডি’অর জয়ী প্রথম স্প্যানিশ ফুটবলারের।
স্পেনের সর্বকালের সেরা ফুটলারের একজন লুইস ষাটের দশকে দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)। ১৯৬০ সালে ডি’অর জেতেন তিনি। বার্সেলোনার কোনো ফুটবলারের সেটিই ছিল প্রথম কোনো মর্যাদাপূর্ণ ট্রফি জয়।
ক্লাব ফুটবলে বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন লুইস সুয়ারেজ। পরবর্তীকালে তিনি ইন্টার মিলানের হয়ে তিন দফা কোচের দায়িত্বে ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত স্পেন জাতীয় দলেরও কোচ ছিলেন লুইস সুয়ারেজ। তার অধীনে ১৯৯০ ইতালি বিশ্বকাপে অংশ নেয় স্পেন। বার্সেলোনার হয়ে সাত মৌসুম খেলে দুবার করে লা লিগা এবং কোপা দেল রে’র শিরোপা জেতেন এ ফুটবল কিংবদন্তি।
সুয়ারেজ ইতালির ফুটবল মাতান ১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত। এ দীর্ঘ সময়ে তিনি ইন্টার মিলান ও সাম্পাদোরিয়ার জার্সিতে খেলেছেন। এসময়ে ইন্টারের জার্সিতে তিনবার ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুবার ইউরোপিয়ান কাপের শিরোপা জেতেন। সাম্পাদোরিয়ায় তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে। স্পেনের জাতীয় দলের জার্সিতে ৩২ ম্যাচে ১৩ গোল করেন লুইস সুয়ারেজ। ফুটবল বিশ্বে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com