শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

কাশিয়ানীর চাঞ্চল্যকর ছিরু হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি শাহাজাহান মোল্যাকে(৪০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছেলে। সে মামলার রায় ঘোষনার পর ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রতার জের ধরে আসামীরা ছিরু মোল্যাকে আড়–য়াকান্দি খালে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে কাশিয়ানী উপজেলার আড়–য়াকান্দি গ্রামের তার বাড়ির কাছে খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে,২০১৭ সালে এ মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১৭ জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরবর্তীতে আসামীরা হাইকোর্টে আপীল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামীদের করা আপিল আবেদনের ওপর শুনানী শেষে গত ১১ জুন চারজনের ফাঁসি বহাল, একজনের আমৃত্যু ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকি ৯ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রেফতারের এ খবরে উল্লাস প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com