শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

মাদক ও বেকারমুক্ত সুন্দর চৌদ্দগ্রাম গড়তে চান গণফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট জাহাঙ্গীর

মোঃ এমদাদ উল্যাহ কুমিল্লা
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছি। মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন, আমার নিজের জন্য আর কোন চাওয়া-পাওয়া নেই। আমি আমার চৌদ্দগ্রাবাসীর জন্য কিছু করতে চাই। সে লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। সৃষ্টিকর্তা যদি আমাকে চৌদ্দগ্রামবাসীর খেদমত করার সুযোগ দান করে, তাহলে আমার সর্বপ্রথম কাজ হবে চৌদ্দগ্রামে একটি স্টেডিয়াম নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, বেকার যুবকদের কর্মস্থান করে চৌদ্দগ্রামকে একটি সুন্দর ও ডিজিটাল চৌদ্দগ্রাম হিসেবে উপহার দেয়া’।-এমনই কথা বলেছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি ও গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান জাহাঙ্গীর। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চৌদ্দগ্রাম আসন থেকে প্রস্তুতি নিচ্ছেন আ’লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা। এরই মধ্যে গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৯০ সালে চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি আইনের পেশার মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলার অনেক অসহায় পরিবারকে সহযোগিতা করেছেন। ২০০৭ সালে চট্টগ্রাম আইন সমিতির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ পিপির (সরকারী আইন কর্মকর্তা) দায়িত্ব পালন করেন। এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর ১৯৯৪ সালে চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম এবং বাংলাদেশ নোটারী পাবলিক এসোসিয়েশনের বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব করছেন। তিনি একজন মানবতাবাদি ব্যক্তিত্ব। সর্বমহলে একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবেও পরিচিতি তিনি। বুধবার এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ‘মাদক ও বেকারমুক্ত একটি সুন্দর চৌদ্দগ্রাম গড়তে চাই। এজন্য গণফোরামের মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি সকলের নিকট দোয়া প্রার্থী’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com