মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

লোহাগাড়ায় ১ লক্ষ গাছের চারা রোপণ ও বিতরণ উদ্বোধন করলেন এমপি নদভী

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের ১(এক) লক্ষ গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ’র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষার্থী ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে প্রায় ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. নদভী বলেন, আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। বনায়ন বাড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। গাছের চারা বিতরণ,চারা রোপন কার্যক্রমকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের স্বাগত জানান। লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী। অনুষ্ঠানে জানানো হয়, গত ৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন। তৎপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সমগ্র চট্টগ্রাম জেলায় তেইশ সালে ২৩ লক্ষ” গাছের চারা রোপণের একটি উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রামের প্রত্যেক উপজেলা পৃথক পৃথকভাবে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ করেছে। ২৩ লক্ষ গাছের মধ্যে লোহাগাড়া উপজেলায় কমপক্ষে ১ লক্ষ গাছ লাগাচ্ছেন মর্মে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। এই কার্যক্রমের আওতায় সমগ্র উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম একটি করে গাছের চারা প্রদান করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, সরকারি খাস জায়গা, বিভিন্ন রাস্তার দুইপাশে, আশ্রয়ণ প্রকল্প, নতুন তৈরিকৃত খেলার মাঠসমূহের চতুর্দিকে, খাস পুকুর পাড়, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, বিভিন্ন সরকারি জমিসহ উপযুক্ত স্থানসমূহে বিভিন্ন শ্রেণির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে মর্মে জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com