জেলা প্রশাসন টাঙ্গাইল কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে একযোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। গতকাল সকাল সাড়ে ৯টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয়, এর সম্মুখে চারা গাছ রোপন ও বিতরণ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গাছ বিতরণ এর উদ্বোধন করেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা, মোঃ আসলাম হোসাইন, এ সময় উপস্থিত ছিলেন,ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জসিম উদ্দিন ধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লিনা বকল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, সহকারী কমিশনার ভূমি, ফারহা ফাতিহা তাকমিলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হাবীবুর রহমান সুমন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সকলকে নিজ উঠানে ও নিজ নিজ আঙ্গিনায় সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। বৃক্ষ রোপন ও উপকারীতা জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের সংখ্যাধিক্য সীমাবদ্ধ ছিল না। প্রজাতির বৈচিত্র্যও ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বন ভুমি থাকা একান্ত প্রয়োজন রয়েছে বযে বিশেষজ্ঞগন মনে করেন কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং এলাকার ১৪ শতাংশ বনাঞ্চল। প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভুমির যেমন বিরাট ভুমিকা রয়েছে তেমনি সুসম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম।