মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

কালীগঞ্জ পৌরসভায় প্রায় ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর মিলনায়তনে ৬৪ কোটি ৬৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আ’লীগ সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ ও পৌর কাউন্সিলর নূরে আলম শেখ প্রমুখ। পরে পৌর মেয়র প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এ সময় এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিঞা, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০২৩-২০২৪ সালে রাজস্ব খাতে পূর্ব জেরসহ আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৭ লক্ষ ৬১ হাজার ৩৩১ টাকা আর রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার টাকা, উদ্বৃত্ত থাকবে ২০ লক্ষ ৭১ হাজার ৩৩১ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ১ লক্ষ ১৩ হাজার ৪৮ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৯০ লক্ষ টাকা, এর মধ্যে উদ্বৃত্ত থাকবে ১১ লক্ষ ১৩ হাজার ৪৮ টাকাসহ সর্বমোট ৬৪ কোটি ৬৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৯ টাকার কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন। তবে বাজেটে স্থানীয় রাস্তাঘাট উন্নয়ন করণ, ড্রেন ব্যবস্থা উন্নয়ন করণ, স্টিট লাইট ব্যবস্থা করণ, বাসস্ট্যান্ড উন্নয়ন করণ, ডাম্পিং স্টেশন নির্মান, পৌর ভবন নির্মান, কোভিট ১৯ ভাইরাস প্রতিরোধ ব্যয়, মশক নিধন কার্যক্রম, হত দরিদ্রদের আর্থিক সামাজিক উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান, বৃক্ষরোপন কর্মসূচি, কঞ্জারভেন্সী কার্যক্রম গতিশীল করণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন, জরুরী ত্রাণ ও স্যানিটেশন কার্যক্রম, হাট-বাজার উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাজেট ঘোষণা করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন। উল্লেখ্য, গেল ২০২২-২০২৩ অর্থ বছরে কালীগঞ্জ পৌরসভা কোন কর আরোপ ছাড়াই ৫৯ কোটি ৫১ লক্ষ ৮০ হাজার ৮৬২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com