বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদ দুলু বলেছেন, এই সরকার জুলুমবাজ সরকার, এই সরকার ভোটচোর সরকার, এই সরকার মামলাব বাজ সরকার, এই সরকার অন্যায়কারী সরকার এই সরকার দ্রব্যমুল্য উদ্ধগতির সরকার এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে।এই অবৈধ সরকার কে আর সময় দেয়ার সুযোগ নেই। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবীতে পদযাত্রায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠ হতে জেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাটের উন্নয়নের কান্ডারী জেলাবাসীর প্রান সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে প্রায় ২০/২৫ হাজার নেতাকর্মী এ পদযাত্রায় অংশ গ্রহন করে। পদযাত্রটি নয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে প্রায ১০ কিলোমিটার হেটে সাপটীবাড়ী গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতাকর্মীদের একদফা একদাবী-শেখ হানিনা কবে যাবি,দফামোদের একটাই শেখ হাসিনার পদত্যাগ চাই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। এত নেতাকর্মীর অংশগ্রহনে পদযাত্রা রাস্তার দুধারে দাডিয়ে শতশত নারী পুরুষ অবাক দৃষ্টিেিত তাকিয়ে দেখেছে। এসময় বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান,জেলা বিএনপির সহসভাপতি এ্যাড রফিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যগ্ম সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সাবেক মেয়র মোশারফ হোসেন রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন। আওয়ালীগের উদ্দেশ্যে দুলু বলেন, আপনারা লোক দেখানো শান্তি সমাবেশ করেন আর আমাদের দেখে নেয়ার হুমকী দেন বলেন, বিএনপি বের হলে দেখে নেবেন, বিএনপিকে দেখে নেয়ার ক্ষমতা আর আওয়ামীলীগের হাতে নাই। তিনি বলেন, যেদিন বিএনপি কর্মসুচী দেয় সেদিনে পাল্টা কর্মসুচী দেন আল্লাহর আর ৩৬৫ দিন নাই- চুলকানী দিচ্ছেন আমাদের আর চুলকানী দিবেন না জনগন ক্ষেপে গেছে পালাবার পথ খুজে পাবেন না। হিরো আলমকে আপনারা ভয় পান আর বিএনপি তো মহসাগর। আপনারা শান্তি সমাবেশ করেন-কিসের শান্তি সমাবেশ করেন- আপনারা আমাদের দাবী মেনে নেন, নিরপেক্ষ মানুষের হাতে ক্ষমতা ছেড়ে দেন, মানুষের দ্রব্যমুল্যে দাম কমিয়ে দেন, দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেন, দুর্নীতি অন্যায় জলুম মিথ্যা মামলায় হয়রানী বন্ধ করুন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন দেশে শান্তি ফিরে আসবে। তিনি বলেন এটা শেখ হাসিনার মামার বাড়ীর আবদার নয় যে তিনি চিরকাল অবৈধভাবে ক্ষমতায় থাকবে, এইদেশ ১৬ কোটি মানুষের। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন না হলে যে কোন পরিস্থিতির দায় আপনারদেরকে বহন করতে হবে। আওয়ামীলীগের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রীল্কংার পরিস্থিতি আপনারা দেখেন নাই, তারা জাঙ্গিয়া পড়ে পালিয়েছিল সেই পরিস্থিতি যদি না চান তাহলে নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন দিন।যত দ্রুত পদত্যাগ করবেন ততই আপনার জন্য মঙ্গল যতই দেরী করবেন ততই পরিস্থিতি ভয়ানক হবে বাংলার জনগন আপনাদের ছাড়বেনা।