মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

সাতকানিয়া পৌরসভার ৬৩ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে সাতকানিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এ বাজেট ঘোষণা করেন। এ সময় তিনি সর্বমোট ৬৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৭০১ টাকার বাজেট ঘোষণা দেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ২১৬ টাকা আয় এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮ লাখ ৮০ হাজার  টাকা। উন্নয়ন খাতে সরকারি অনুদান বাবদ ১২ কোটি ১০ লাখ এবং বিবিধ প্রকল্প খাতে ৪৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। অবকাঠামো উন্নয়ন খাতে ৫৫ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। জেন্ডার বৈষম্য নিরসনে ১৪ লাখ, দারিদ্রতা নিরসনে ২১ লাখ, পৌর ভবনের জমি অধিগ্রহণে ১ কোটি, গরীব অসহায় ও দুস্থদের আর্থিক অনুদানে ৫ লাখ এবং বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ খাতে ২লাখ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ১ কোটি ১ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা স্থিতি দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র জোবায়ের তাঁর বক্তব্যে বলেন, পৌর এলাকার আইনশৃঙ্খলার উনয়ন, রাস্তঘাট, ড্রেনেজ, যানজট, শিক্ষা, সংস্কৃতি,  ক্রীড়া, লাইটিং,  সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মেয়র বলেন, পৌরসভা এলাকায় যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। এ জন্য অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলাওয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আইয়ুব চৌধুরী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,  শহর সমন্বয় কমিটি, ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com