বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার বাংলাদেশ ব্যাংকের আহ্বান ১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান

তদবির ছাড়া চাকরি পেয়েছেন, কাজেও যেন প্রতিফলন ঘটে: ডিএমপি কমিশনার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদান করা নবীন সার্জেন্টদের উদ্দেশে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনারা খুবই ভাগ্যবান যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন। এজন্য কোথাও কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন হয়নি। আপনাদের কর্মক্ষেত্রেও যেন এ যোগ্যতার প্রতিফলন ঘটে।
তিনি বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্টদের অত্যন্ত দক্ষতা, স্বচ্ছতা ও বুদ্ধিমত্তার সঙ্গে রাস্তায় যানবাহন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। যেন কোনো পদক্ষেপ প্রশ্নবিদ্ধ না হয়। কারণ, রাস্তায় একজন সার্জেন্টের প্রতিটি পদক্ষেপ সাংবাদিকসহ হাজারো মানুষ পর্যবেক্ষণ করেন। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদান করা নবীন সার্জেন্টদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন। নবীন সার্জেন্টদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একাডেমি সারদায় মৌলিক প্রশিক্ষণের আগে মানসিক প্রস্তুতি নিতে এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। সারদায় মূলত আপনাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হবে। এর আগে বাংলাদেশ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়াই এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২০২২ সালের ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। শারীরিক যোগ্যতা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিয়ে চলতি বছরের ৯ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের মধ্য থেকে ১৬ জন নারী সার্জেন্টসহ মোট ৩৩৬ জনকে ডিএমপিতে বদলি করা হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত সার্জেন্টরা ১৬ জুলাই ডিএমপিতে যোগ দেন। গত সোমবার থেকে তাদের নিয়ে চারদিনব্যাপী এ ওরিয়েন্টশন কোর্স শুরু হয়। এরপর তারা এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিতে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে যাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com