মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

আগামী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে-এসএম শাহজাদা (এমপি)

মু. খালিদ হোসেন মিল্টন (গলাচিপা) পটুয়াখালী
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

গলাচিপা উপজেলার ১ শত ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে, শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অডিটরিয়াম হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। আগামী বাংলাদেশকে, জাতির জনকের সোনার বাংলা নির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী প্রজন্মের বিশেষ করে, প্রাথমিক স্তরে শিক্ষার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে যে পদক্ষেপ সহ উন্নয়ন অবকাঠামো বাস্তবায়ন করছে, তা আজ দৃশ্যমান। এছাড়া স্কুলের পরিবেশে, শিশুদের ফুডিং সহ বিনামূল্যে বই দিয়ে যে উদাহরণ রেখে গেছেন তা বিরল দৃষ্টান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে শরীক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহিন সাহ, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, প্রবীন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, কাওসার তালুকদার প্রমুখ। সার্বিক সঞ্চালনা ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ বিভিন্ন গণ্যমান্য ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com