খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ প্রকল্প হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে। ২২ জুলাই (শনিবার) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে পরিসংখ্যান অফিসের আয়োজনে আলোচনা সভা পূর্বক এসব ট্যাব বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মোট ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোবাইল ট্যাব বিতরণ করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তোমাদের সহায়ক ভূমিকা পালন করতে হবে। তোমাদের স্মার্ট নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। তোমাদের সুশিক্ষা, দেশপ্রেম ও কর্ম- দক্ষতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপ নেবে। এদিকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মোবাইল ট্যাব পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুহাম্মদ আলী, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আবুল হাসনাত খান, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ উপস্থিত ছিলেন।