নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি বাজার সংলগ্ন ৫৬ বিজিবির উদ্যোগ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়, সোমবার সকাল ১০ টার দিকে চিলাহাটি কোম্পানি কমান্ডারের সামনে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৬ বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতকীবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক দিপু, সাংবাদিক এ আই পলাশ, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সাংবাদিক মাহবুবুর হক ওহাবুল। প্রধান ও বিশেষ অতিথি তাদের মূল্যবান বক্তব্যে বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় কোন চোরাচালানী, মদকদ্রব্য ও নারী পাচার যদিও এই সীমান্ত এলাকায় নেই। তবুও সীমান্ত এলাকার জনসাধারণ এই ধরনের কোন তথ্য থাকলে গোপনে আমাদের তথ্য দিতে পারেন। গরু চোরাচালানের ব্যপারে যদি কেউ আপনারা জড়িত থাকেন তাহলে সেই বিপদ থেকে আপনাদের সরে আসার জন্য আহ্বান জানানো হয়। এবং এই ধরনের কর্মকান্ড থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ৫৬ বিজিবির ডাঙ্গাপাড়া, নামাজিপাড়া, কেতকীবাড়ী, ভোগডাবুড়ী ক্যাম্পের কর্মকর্তা সহ এলাকার গন্যমান্য ব্যক্তি সহ জনসাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। উক্ত সভার সভাপতিত্ব করেন চিলাহাটি ৫৬ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ রেজাউল করিম।