বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

এসএসসি-২৩ পরীক্ষায় সাফল্যজনক স্থানে বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয়

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩

এসএসসি-২০২৩ পরীক্ষায় দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রায় শতভাগ পাশের হারের সাথে প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। এবারের এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে ১৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ১৩৭ জন শিক্ষার্থী পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় সাংসদের একান্ত সচিব, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তদারকি ও পাঠদানের বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং অভিভাবকদের সাথে মত-বিনিময়ের মাধ্যেমে প্রতিষ্ঠানের সাফল্যকে চূড়ায় নিয়ে গিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ জানান, পরীক্ষার ফলাফল দেখে আমরা সত্যিই অত্যন্ত আনন্দিত। আমাদের প্রতিষ্ঠান প্রায় শতভাগ পাশের হারের মাধ্যমে উপজেলায় সফলতা অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য সভাপতি মহোদয় সবসময় খোঁজ-খবর রেখেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করার পর হতে স্কুলের অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা ব্যবস্থাকে সহজ করতে অনেক পদক্ষেপ নিয়েছেন। প্রতিনিয়ত শিক্ষক ও অভিভাবক সমাবেশের মাধ্যমে মত বিনিময় করেছেন এবং সর্বোচ্চ সফলতা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করেছেন। বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি এরফানুল করিম চৌধুরী জানান, “বিদ্যালয়ের শতভাগ পাশের সফলতা প্রকৃতপক্ষেই খুশির বিষয়। শিক্ষক-শিক্ষিকাগণ সবসময় শিক্ষার্থীদেরকে যতœবান হয়ে পাঠদান করেছেন, ইউএনও মহোদয় এসে ক্লাস নিয়েছেন। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে শিক্ষার মানোন্নয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা রাখছি, আমাদের এ প্রতিষ্ঠান আগামীতেও আরও ভূমিকা রাখবে।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com