রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

ইসলামপুরে দুলাল মাদবরের আয়োজনে যথাযথ মর্যাদায় শোকদিবস পালিত

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের উদ্যোগে বুধবার (১৬ই আগষ্ট) ৬০নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় মাঠ প্রঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই দিনে কিছু সেনাসদস্য ধানম-ির বাসভবনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারকে হত্যা করে। সেই থেকে প্রতি বছর ১৫ই আগস্ট এ দিনে আওয়ামীলীগের নেতাকর্মী সহ লাখো কোটি বাঙালি যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে দিনটি পালন করে আসছে। জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে, বুধবার (১৬ই আগষ্ট) ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক, দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর এর আয়োজনে দিবসটি পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদের স্মরণে বিশেষ বক্তব্য, মিলাদ ও দোয়া সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পরে বাদ যোহর নামাজ শেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল নিহত শহীদের রূহের মাগফিরাত কামনায় পরম দয়াময় আল্লাহর দরবারে এক বিশেষ মোনাজাত পাঠ করেন। দোয়া ও আলোচনা ১৫আগস্টের নির্মম ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল নিহত শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরম দয়াময় আল্লাহর দরবারে তাদের রূহের মাগফিরাত কামনা করেন। দুপুরে শোক দিবস উপলক্ষে ৪ হাজার মানুষের জন্য কাঙ্গালি ভোজের ব্যবস্থা করেন দুলাল মাদবর।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর বলেন, বঙ্গবন্ধু এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে এই মহান নেতা কোটি মানুষের হৃদয়ের মাঝে চিরঞ্জীব হয়ে বেঁচে থাকবেন। আমাদের ভুলে গেলে চলবে না, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত, ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যেকোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমার নিজ উদ্যোগে ইসলামপুর ইউনিয়ের বাসীর জন্য ৪হাজার মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ইসলামপুর ইউনিয়নবাসী সকলেই অনুষ্ঠানে অংশগ্রহন করেছে। শোক সভায় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বিভিন্ন নেতাকর্মীরা জাতীয় শোক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com