রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান সাভারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সহযোগিতা চাই -জয়নাল আবেদীন আন্দোলনে আহত আলাউদ্দিন পাননি কোনো সহযোগিতা, মাথায় বয়ে বেড়াচ্ছেন গুলি ৩৮ প্রজাতির ৭ হাজার ৮৭০টি পাখির দেখা মিলেছে জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন দুপচাঁচিয়া শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহীন স্কুল বগুড়া শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

বুক সোসাইটির ৪৬তম এজিএমে ৭৫% লভ্যাংশ ঘোষণা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
বুক সোসাইটির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সোসাইটির সভাপতি ও সাবেক সচিব আ. জ. ম. শামসুল আলম

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আ. জ. ম. শামসুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন, পরিচালক প্রশাসন (ঢাকা) এস. এম. রইসউদ্দিন, পরিচালক প্রশাসন (চট্টগ্রাম) আব্দুল গফ্ফার, পরিচালক লিগ্যাল (ঢাকা) অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, পরিচালক হিসাব (চট্টগ্রাম) মোহাম্মদ উল্লাহ, পরিচালক মার্কেটিং (চট্টগ্রাম) মো: ছিদ্দিকুর রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খান ও পরিচালক প্রফেসর এ. টি. এম. ফজলুল হক প্রমুখ।

সভায় সোসাইটির ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৭৫% লভ্যাংশ ঘোষণা করা হয়। এ ছাড়াও সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন, ২০২৩-২০০৪ অর্থবছরের প্রস্তাবিত পরিকল্পনা, একই অর্থবছরের রাজস্ব, মূলধন ও উন্নয়ন বাজেট এবং ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আয়-ব্যয় হিসাব পেশ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে আ. জ. ম. শামসুল আলম বলেন, বাংলাদেশ কোÑঅপারেটিভ বুক সোসাইটি লিঃ আলোকিত মানুষ গড়ার প্রত্যয় ও সুস্থ-নৈতিকতাসম্পন্ন মানব সম্পদ তৈরির লক্ষ্যে সহায়ক বই প্রকাশ ও বিপণনের মাধ্যমে জাতি গঠনে দীর্ঘ ৭৪ বছর ধরে ভূমিকা রেখে আসছে। দেশের অর্থনীতির ক্লান্তি কালের মধ্যেও বর্তমান পরিচালনা পরিষদ সোসাইটির উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়নসহ সকল কার্যক্রমে সোসাইটির অগ্রগতির ধারা অব্যাহত রেখেছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বই মানুষকে আলোকিত করে তোলে তার আত্মিক অন্বেষনের পথ নির্দেশ করে। বই মানুষের জ্ঞানের সব দুয়ার উন্মোচন করে তার হৃদয়কে প্রজ্জ্বলিত করে। তাই দীপ্ত, মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে বইয়ের সান্নিধ্যে আনতে হবে এবং পাঠ্যাভাসে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখতে তিনি শেয়ারহোল্ডারসহ সকলকে উদাত্ত আহবান জানান।
এ ছাড়াও সভায় সোসাইটির শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে প্রশ্নোত্তর ও পরামর্শমূলক বক্তব্য রাখেনÑ কবি আসাদ বিন হাফিজ (সদস্য নং ১১১২), প্রফেসর মুহাম্মদ সিরাজ উদ্দীন (সদস্য নং ১০৯৮), বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (সদস্য নং ১৫), প্রফেসর ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী (সদস্য নং ৮৯০), এড. আবদুর রাজ্জাক (সদস্য নং ৯৬০), মোহাম্মদ আশরাফুল ইসলাম (সদস্য নং ১২৩৫), মুজিবুর হক চৌধুরী (সদস্য নং ১০৭৫), মোহাম্মদ হোসাইন (সদস্য নং ১২১২), এড. জাহাঙ্গীর হোসাইন (সদস্য নং ১২৪৪) ও মোহাম্মদ মুসা (সদস্য নং ১১৪৪) প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com