রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

পটুয়াখালীতে ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করলেন ম্যাটস শিক্ষার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ইন্টারর্নশীপ বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বুধবার ২৩আগষ্ট সকাল ১১ টায় পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা । অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাবেক শিক্ষার্থী অর্থী চন্দ্র সরকার, মিজানুর রহমান সজল, মোঃ জিয়াউল হক, মোঃ মহিবুল্লাহ, অনিক দেবনাথ ও সাব্বির ইসলাম। বক্তারা বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশীপ বাতিল করা হয়েছে। আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে ইন্টার্নশীপ বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এছাড়াও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান বক্তারা। অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের(ম্যাটস) শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, এই বিষয়টি আমার জানা নেই। আর না জেনে মন্তব্য করা ঠিক হবে না। এবিষয় পটুয়াখালী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসারা জানান, শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করাটা ঠিক হবে না। বাস্তবিক প্রশিক্ষণ না থাকলে তারা (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের) রোগীদের প্রাথমিক চিকিৎসার ধারণা থেকেও বঞ্চিত হবে। প্রাথমিক চিকিৎসার ধারণা সবার থাকা প্রয়োজন বলে মনে করেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com