কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ডানতীর ও বামতীরের ৫৭ কিলোমিটার নদী সুরক্ষায় ৪টিপ্রকল্পের চলমান কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উলিপুরের হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর নৌঘাটে কার্যক্রম পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণের যাতে কষ্ট না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। উলিপুরের হাতিয়ায় স্লুইচ গেট নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। চিলমারীতে বর্ষা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত ডানতীর মেরামত করা হয়েছে। এছাড়াও প্রয়োজন অনুসারে নদ-নদী খনন কাজ করা হচ্ছে। এ সময় সচিব কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ, নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ, রৌমারী উপজেলার বলদমারা ঘাট ও রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ব্রহ্মপূত্র বামতীর সুরক্ষা বাঁধের কার্যক্রম পরিদর্শন করেন।