পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলার পরিষদেন সামনে আটোয়ারী – ঠাকুরগাও সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সর্বস্তরের লোকজন অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে সয়নের মা সেলিনা আকতার বলেন, হত্যাকান্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত মুন্নাকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারে নি। তিনি দ্রুত সয়নের হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। গত ৬ সেপ্টেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সামিউল ইসলাম সয়ন(২৬) নামে এক যুবককে মোটর সাইকেলে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে যায় হত্যাকারী মুন্নাসহ কয়েকজন। স্থানীয় লোকজন সয়নকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে আটোয়ারী উপজেলা কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুইদিন পর সয়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সয়নের মা গত ৮ সেপ্টেম্বর ছেলের হত্যাকারী মুন্নাসহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারে নি। তবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, সয়নের মা মুন্নাসহ অজ্ঞাত কয়েকজনকর আসামী করে থানায় মামলা দায়ের করেছে। আমরা আসামীদের গ্রেফতারের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।