দেশের পিছিয়ে পড়া জেলে সম্প্রদায় মান্তা জেলে নারীদের নেতৃত্ব নির্মাণ ও ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সরকারের বিভিন্ন দপ্তর সমূহ কর্মকর্তাদের সাথে গতকাল বুধবার উপজেলা মৎস্যভবন অটিডিয়াম হলে সকাল দশটায় এক অধিকার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মৎস্য অধিদপ্তর, সমাজসেবা, নির্বাচন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সুশীল সমাজ, গণমাধ্যম, এনজিও সংস্থার প্রতিনিধিরা মান্তা জেলে নারী-পুরুষদের জীবনমান উন্নয়ন অগ্রগতি বিষয়ে, সংলাপে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা (সিডফ) এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা: মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম, তথ্য অফিসার ইসমত আরা সুখী, সি,পি,পি উপজেলা টিম লিডার আবু হেনা সোয়েব, প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন প্রমূখ। উল্লেখ্য যে সেঁজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আর্থিক সহযোগিতায় গলাচিপা উপজেলার তিনটি ইউনিয়ন ও রাঙ্গাবালী, চর মনতাজ ইউনিয়নের পাঁচ শত জেলে মান্তা নারী-পুরুষ পরিবারকে নিয়ে নানাবিধ উন্নয়ন নিয়ে এলাকায় কাজ করছে। অনুষ্ঠানে ১৬ টি জেলে পরিবার, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীরা সংলাপে অংশ নেয়। সার্বিক সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার কবির ইসলাম কবির, মনিরুল জামান মামুন ও শতাব্দি রায় প্রমূখ।