বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর কাউনিয়া এলাকার হাউজিং প্রকল্প-২ এর প্লট বরাদ্দের নামে জন সাধারনের নিকট থেকে ফ্লটের ফরম বিক্রির নামে কোটি কোটি টাকা আত্বসাৎ করা সহ প্রক্লপের মস্টার প্লান ও নকসা প্রকাশ না করে স্থানীয় জনগণগনের চলাচলের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে না দিয়ে ব্যক্তিগত স্বজনপ্রীতি, অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে বিসিসি মেয়র কর্পোরেশনের অসাধু কর্মকর্তা ও দলীয় নেতা কর্মী এবং অনুসারী সাংবাদিকদের নামে-বেনামে নিয়ম ভেঙ্গে লটারী ছাড়া প্লট বরাদ্দ ভূমি দখল করার প্রতিবাদে কয়েকশত মহিলা-পুরুষ সহ প্লট বরাদ্দ চাওয়া জনসাধারন বিক্ষেভ মিছিল ও মানববন্ধন করে। এছাড়া উক্ত হাউজিংয়ের সকল কাজ কর্ম স্থপনা নির্মান কাজ বদ্ধ রাখার জন্য উচ্চ আদালত নির্দেশ দিলেও তা অমান্য করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ অবৈধভাবে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিরা স্থপনা নির্মান কাজ চালিয়ে গেলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। বুধবার বেলা ১১টায় নগরীর কাউনিয়া টেক্সটাইল বটতলা মোড় থেকে কাউনিয়া হাউজিং বড় মসজিদ এলাকার প্রায় দেড় কিলোমিটার এলাকায় সারিবদ্ধ হয়ে নগরীর ১ নং ওয়ার্ড ও নং ওয়ার্ডের এলাকাবাশি সহ সর্বস্তরের জনসাধারন একত্রিত হয়ে শান্তিপূর্ন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। এসময় এলাকাবাশির পক্ষে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমির বিশ্বাস,শ্রমিক নেতা মোসলেম সিকদার,নাসিমা খাতুন, (আয়োজক)সাজাহান,মোঃ খলিলুর রহমান,মোঃ দেলোয়ার মোল্লা,নুর ইসলাম শরীফ,মতিউর রহমান হাওলাদার সহ বিভিন্ন এলাকার পুরুষ ও মহিলারা বক্তব্য রাখেন। সরেজমিনের তথ্যমতে কাউনিয়া হাউজিংএর জমিদানকারীরা সহ প্লটের জন্য ৩ হাজার টাকা করে ফরমে আবেদন করে কয়েক হাজার জনসাধারন। লটারীর মাধ্যমে প্লট বরাদ্ধের নিয়ম ও সিদ্ধান্ত কথা থাকার পরও সেই নিয়ম ভেঙ্গে বিসিসি মেয়র নিজস্ব ও দলীয় সহ ব্যাক্তিগত পচন্দের ব্যাক্তিদের প্লট বরাদ্ধ দেওয়া হয়। এলাকাবাশি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বলেন সিটি কর্পোরেশনে হাউজিং প্রকল্প করার আগে সেখানে প্লান ও নকসা করার নিয়ম থাকা সত্বেও তারা তা না করে প্লট বরাদ্ধ দেওয়ার কারনে প্লট মালিকগণ এমন ভাবে স্থাপনা মর্িান করছে যারফলে উক্ত এলাকার নিজস্ব জমিতে বসবাসকারীরা বর্ষার পানিতে আটকা পড়ে যায়। অন্যদিকে অধিগ্রহনকৃত ভূমির মালিকদের অগ্রাধিকার ভিতিতে প্লট বরাদ্ধ দেওয়ার কথা থাকলেও তাদেরকেও বঞ্চিত করেছে সিটি কর্পোরেশন। এসকল ঘটনায় বিক্ষদ্ধ এলাকাবাশি উচ্চ আদালত হাইকোট বিভাগে রিট পিটিশন নং ১৮৯০/২০২২ দায়ের করেন। হাইকোট বিভাগের মহামান্য বিচারপতি জাফর আহম্মেদ ও মহামান্য বিচারপতি মোঃ বসির উল্লাহ এর বেঞ্চ বিগত ২৯ই আগস্ট কাউনিয়া আবাসিক প্রকল্পের কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।
এর পরেও অবৈধ প্লটকারীরা হাইকোটের আদশ অমান্য করে তারা নির্মানাধীন কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছে। এসময় এলাকাবাশি বলেন এরপরেও যদি তারা উচ্চ আদালতের আদেশ অমান্য করে বালুভরাট সহ নির্মানের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে স্থানীয় এলাকাবাশি তা জীবন দিয়ে হলেও প্রতিহত করার হুমকি দেন।