সরকারকে উদ্দেশ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘এক লাখ ১০ হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ কী করলেন? আগামী নির্বাচনে জবাব দিতে হবে। এক লাখ ১৪ হাজার কোটি টাকা ঋণ করে রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে লুটপাট করছে। আমি পাঁচ বারের এমপি হয়ে ঢাকায় বাড়ি করতে পারিনি। তারা একবারের এমপি হয়ে টরেন্টোতে বাড়ি করে।’
গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
চুন্নু বলেন, ‘বিএনপির একদফা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করে তারেক রহমানকে ক্ষমতায় বসানো। আর আওয়ামী লীগের একদফা হলো তারা ক্ষমতায় থেকে ভোট করে আবার ক্ষমতায় আসবে। কিন্তু জনগণের স্পষ্ট কথা হলো-সুষ্ঠু ভোটের মাধ্যমে জি এম কাদের তথা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে।’
তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আমি বলি, যে জনগণের টাকায় মন্ত্রীদের বেতন-ভাতা চলে সেই জনগণের জন্য যদি সিন্ডিকেট ভাঙা না যায়, তাহলে মন্ত্রী থাকার দরকার কী? আরেক মন্ত্রী তো বলেছিলেন-ভারতের সঙ্গে নাকি তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক, এই হলো তাদের অবস্থা।’
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত এডিসি হারুনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘এডিসি অসুস্থ, স্বামীকে খবর না দিয়ে বসকে জানান। স্বামী আবার রাষ্ট্রপতির স্টাফ। স্বামীরই তো ক্ষমতা বেশি। স্বামী নিয়ে যায় ছাত্রলীগ কর্মীদের। এডিসি আবার ছাত্রলীগকে মারে। এরা পাবলিককে মারতে মারতে এখন নিজেরা মারামারি শুরু করেছে।’ বিকাল ৫টা ৫৩ মিনিটে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হলে জি এম কাদেরের স্ত্রী শরিফা কাদেরকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহিদ হাসান লিমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে। সম্মেলনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।