পাবনার ঈশ^রদীর পাকশিতে ছাত্রলীগ নেতা তাসফির আহম্মেদ মনা হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র¿ এবং আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি সংবাদ সম্মেলনে বলেন, গত ১৭ জুন রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুরিয়া এমপি মার্কেটের একটি কক্ষে বসে ছিলেন ছাত্রলীগ নেতা নিহত মনা। এ সময় মোটরসাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে মনাকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মনার মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে ঈশ^রদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তে দীর্ঘ ৩মাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ১১জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশী পিস্তল ১রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে এবং আগ্নেয়য়াস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। হত্যাকান্ডে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও রুপপুর পারমানবিক প্রকল্পের নিকিম কোম্পানীর কর্মচারীদের পোষাক ও হেলমেট উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলেন, ঈশ^রদীর নতুর রুপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে মানিক(৩৬), দিয়ার সাহাপুর গ্রামের মহিদুল হকের ছেলে ফসিউল আলম অনিক (২৭), নতুন রুপপুরের আতিয়ার রহমানের ছেলে মোঃ চমন(৩৮), চরসাহাপুরের মোঃ আক্তার সরদারের ছেলে মোঃ শাহীন সরদার(২৮), নতুন রুপপুরের মোঃ আজিজের ছেলে মোঃ রাজিব(৩৩), চররুপপুর পশ্চিম পাড়ার মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম(৩২), সলিমপুর গ্রামের শাহাজাহনের ছেলে মোঃ অবুঝ(৩৭), চররুপপুরের মনিরুল ইসলাম(৩৪), লক্ষিকুন্ডার মাহফুজুর রহমান ওরপে কালা(৩৫), চররুপপুরের মোঃ বাবলুর ছেলে মোঃ লিখন ওরফে ফারুক আহম্মেদ(৩৭), চররুপপুর জিগাতলার মৃত গফুর মালিথার ছেলে সানোয়ার মালিথা(৪০) ও ফটু মার্কেটের মোঃ এনাম বিশ^াসের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান রকি। গ্রেফতারকৃতরা সবাই সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত। পুলিশ সুপার জানায়, বালু মহালের ব্যবসাসহ স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয় তিনি জানান। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। এদিকে পাবনায় ইজিবাইক চুরি হওয়ার পর মামলার সুত্র ধরে আন্তজেলা ইজিবাইক চোরের মুল হোতা মোঃ মঞ্জিল হোসেন জনিসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৭টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সাথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের কাশেম আলীর ছেলে মঞ্জিল হোসেন জনি(২৬), নজরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম ওরফে ডুবার সাইদুল(২২), করমজা ঋষি পাড়ার মৃত একাব্বর আরীর ছেলে রিপন হোসেন(৩৭), আতাইকুলা থানার পীরপুর গ্রামের মৃত জাবেদ আলী প্রাং এর ছেলে রেজাউল প্রাং(৩৫) ও জামালপুর জেলার সদর উপজেলার রশিদপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা(৩০)। ইজিবাইক চোরেরা পাবনায় বিভিন্ন স্থানে ইজিবাইক চুরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে থাকে। সংবাদ সম্মেলনে জেলায় কর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্মরত উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।