শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে সচেতনতা তৈরিতে পরিবহন চালক ও হেলপারদের জন্য এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের আয়োজনে থানা ভবনের হলরুমে এ প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাজিউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ কবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে চালক ও হেলপারদের নিরাপদ সড়ক পরিবহনে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। মোঃ খাইরুল আলম, জান-মাল সুরক্ষায়, দূর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক ও সচেতনভাবে গাড়ি চালানোর উপর গুরুত্বারোপ করেন। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না বলে হুশিয়ারি দেন হাইওয়ে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। প্রশিক্ষণ ও কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার কমিনিউটি পুলিেিশংর সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দির আহবায়ক সাংবাদিক লিটন সরকার বাদল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com