একই সময়ে একাধিক ফ্রাঞ্চাইজি লিগ থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে বড় তারকা পাওয়া নিয়ে সন্দিহান ছিল কর্তৃপক্ষ। ওই শঙ্কা থেকে বিদেশী ক্রিকেটার সরাসরি সাইনিংয়ে কোনো সীমা রাখেনি বিসিবি৷ এর সুযোগ বেশ ভালোভাবেই নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। গেল কয়েক সপ্তাহ ধরে একের পর এক তারকা ক্রিকেটার দলে ভেড়াচ্ছে তারা। সরাসরি চুক্তিতে অনেক তারকা বিদেশী ক্রিকেটারই আসছেন এবারের বিপিএলে। তাছাড়া একজন করে দেশীয় ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলভুক্ত করার পাশাপাশি তিনজন করে ক্রিকেটার রিটেইন করেছে দলগুলো।
এদিকে রোববার গড়াবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। এখান থেকে সাত ফ্রা াইজিতে দল পাবেন শতাধিক ক্রিকেটার।চলুন দেখে আসি ড্রাফটের আগেই নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা
১। রংপুর রাইডার্স
দেশী : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শেখ মেহেদী।
বিদেশী : বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ নাবি, আজমতুল্লাহ ওমরজাই, ইহসানুল্লাহ, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, মাথিশা পাথিরানা।
২। কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশী : লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তানভীর ইসলাম।
বিদেশী : মোহাম্মদ রিজওয়ান, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, মইন আলি, জনসন চার্লস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, রশিদ খান, জামান খান, নূর আহমেদ।
৩। ফরচুন বরিশাল
দেশী : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, খালেদ আহমেদ।
বিদেশী : ফখর জামান, শোয়েব মালিক, ইবরাহিম জাদরান, পল স্টার্লিং, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালেগে।
৪। খুলনা টাইগার্স
দেশী : এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম।
বিদেশী : এভিন লুইজ, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা।
৫। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশী : জিয়াউর রহমান, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান।
বিদেশী : মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন।
৬। সিলেট স্ট্রাইকার্স
দেশী : মাশরাফী বিন মুর্ত্তজা, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম সাকিব।
৭। দুর্দান্ত ঢাকা
দেশি: তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আরাফাত সানি, শরিফুল ইসলাম।