আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে প্রতাপ বাজারে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে উঠান বৈঠক” করেছেন সিরাজগঞ্জ-০৪ উল্লাপাড়া-সলংগা আসনের দুই দুই বারের সফল জাতীয় সংসদ সদস্য, জননেতা তানভীর ইমাম এমপি। এ সময়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আছে বলেই মানুষ শান্তিতে ঘুমায়। দেশ উন্নত হচ্ছে, দেশের মানুষ ও শান্তিতে আছে। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকটি সাধারণ জনগণের উপস্থিতিতে বিশাল জনসভায় পরিনত হয়। এ সময় উঠান বৈঠকে উপস্থিত সাধারণ জনসাধারণের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতামত জানতে চাইলে তারা বলেন যে নেতার উঠান বৈঠক জনসভায় পরিনত হয় আমরা সেই তানভীর ইমাম এর সংগে আছি।