পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জের মস্তাননগরে রাবেয়া খাতুন নুরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে মকবুল আহমদ কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে এবং শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মালুম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, মকবুল আহমদ কল্যাণ পরিষদের পরিচালক মোঃ কাউছার আহমদ ফারদিন, মোঃ রাফছান জনি প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার বলেন, আমার পিতার নামে প্রতিষ্ঠিত মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে করোনাকালে হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ১৪ হাজার গরীব মেয়ের বিয়েতে সহযোগিতা এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আমার ব্যবসার লভ্যাংশ থেকে কল্যাণ পরিষদ পরিচালিত হয়ে আসছে বলে জানান তিনি। এসময় রাবেয়া খাতুন নুরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিন তলা ভবণ নির্মাণের উদ্বোধন এবং যাতায়াতের সুবিধার জন্য একটি বাস প্রদানের ঘোষণা দেন রেজাউল করিম মাষ্টার। আলোচনা সভা শেষে মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।