সারা দেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় ক্যাডার বৈষম্য নিরসনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা সর্বাতœক কর্মবিরতি পালন করেছে। সোমবার নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সংগঠন নগরকান্দা মহাবিদ্যালয় ইউনিটের আয়োজনে একদিনের এ সর্বাতœক কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকরা। অধ্যক্ষ পদকে তৃতীয় শ্রেণী গ্রেডেসহ নানাবিধ দাবির প্রেক্ষিতে প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অর্জিত প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যয্য দাবি আদায়ের লক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই সর্বাতœক কর্মবিরতি পালন করে। সরকার যদি তাদের এই সকল দাবি না মানে তাহলে আগামী ১০, ১১ ও ১২ই আগাষ্ট লাগাতার কর্মসূচী দিতে বাধ্য থাকিবে বলে সমিতির নেতৃবৃন্দ জানান। নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক শাহানা শামীম বলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের যৌক্তিক নানাবিধ দাবি আদায় না হলে আগামী ১০,১১ ও ১২ অক্টোবর লাগাতার কর্মসূচী পালন করবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকরা। সারাদেশেই এই সর্বাতœক কর্মবিরতি কর্মসূচী পালন করা হচ্ছে। এসময় মহাবিদ্যালয়ের অন্যান্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।