বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
সোনাগাজীতে ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন নজরুল ইসলাম পাঁচবিবিতে পাট ও পাট বীজচাষিদের প্রশিক্ষণ সহায়তা কেন্দ্র (আসা নাক) জামালপুরের সাধারণ সম্পাদক কাউছারের বিরুদ্ধে একযোগে অনাস্থা ফুলপুরে রাস্তার কাজে গাফেলতি জনদুর্ভোগ চরমে মুন্সীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যাকান্ডের প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল দাবিতে অভিভাবকদের বিক্ষোভ কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা জলঢাকায় পাট চাষি প্রশিক্ষন শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর প্রকল্প সমাপনী ও প্রকাশনা কুড়িগ্রামে স্কুল পর্যায়ে বিতর্ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা

এই সরকার যদি জাতীয় সরকারের অধীনে নির্বাচনে না আসে আমরা সর্বশক্তি দিয়ে ওদের মোকাবেলা করব-মুফতি সৈয়দ মুহাম্মাদ রজাউল করীম

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ওবায়দুল কাদের বলেন দিল্লি আছে আমরা আছি তাহলে আমরা একটি স্বাধীন দেশ এখন এই কথা বলতে পাড়ি,পাড়ি না কাদেরের এই কথার দায় দায়ীত্ব সরকারকে নিতে হবে। এই আওয়ামী লীগ সরকার তত্ববধায়কের জন্য দেশব্যপি হরতাল সহ লাঠি বৈঠা দিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে। আজ আবার তারা সেই তত্ববধায়ক জাতীয় সরকারের অধিনে নির্বাচন না করে অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তিনি আরো বলেন বর্তমান এই সরকারের সময় অনেক স্ত্রী তার স্বামিকে হারিয়েছে, মা হারিয়েছে ছেলে সহ বিভিন্ন আত্বীয়-স্বজন। বর্তমান সরকারের নেতারা বলেন তারা নাকি খেলা করতে চায় তাহলে আমরা বসে বসে তামাসা দেখব আমরা ভেসে আসি নাই। এই সরকার যদি জাতীয় সরকারের অধিনে নির্বাচনে না আসে আমরা সর্বশক্তি দিয়ে ওদের মোকাবেলা করব। বৃহস্পতিবার বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আয়োজনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবী সহ অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে বরিশাল জেলা সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ এছহকমুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শায়েখে চরমোনাই সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এসময় আরো বক্তব্য রাখেনঅধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com