খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তরে হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাপ্রাপ্তদের নিয়ে উপকার ভোগী সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। ১২ অক্টোবর সকাল ১১টায় দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। এ সময় উপকার ভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের বাসস্থান, নিরাপত্তা, খাদ্য, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ সরকার আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট নির্মাণ, খেলাধুলার ব্যবস্থা সহ গ্রামকে শহরে রুপান্তর করেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা রাখছে। সারা দেশের ন্যায় বিগত পনেরো বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা সহ প্রতিটি উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এ জেলায় বর্তমানে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান রয়েছে। এছাড়াও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে সকল উপকার ভোগীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী সহ জেলা-উপজেলার দলীয় নেতারা বক্তব্য রাখেন।