মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

এক নারী এবং তার দুই সন্তানকে মুক্তি দিলো হামাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে বন্দী থাকা এক নারী এবং তার দুই সন্তানকে মুক্তি দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেড একটি ভিডিওতে তাদের মুক্তির বিষয়টি জানিয়েছে।
বুধবার রাতে আল জাজিরায় প্রচারিত ওই ভিডিওটি বেশ দূর থেকে তোলা হয়। এতে এক নারী এবং তার পেছনে দুই শিশুকে দেখা যায়। এসময় তাদের থেকে একটু দূরে কয়েক ব্যক্তিকে হাঁটতে দেখা যায়। তারা দৃশ্যত হামাস যোদ্ধা। তারা ওই তিনজনকে দৃশ্যত ইসরাইল ও গাজার মধ্যকার সীমান্তের একটি প্রাচীরের কাছে উন্মুক্ত এলাকায় ছেড়ে দেন। দুই শিশুর মধ্যে একজন নবজাতক। ভিডিওটি কোথায় তোলা হয়েছে, তা অস্পষ্ট। ইসরাইলি কর্তৃপক্ষ এখনো ভিডিওটি প্রকাশ করেনি। এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, ওই নারী এক ইসরাইলি নাগরিক। এএফপি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, ‘সংঘাতের পর আটক এক ইসরাইলি বসতি স্থাপনকারী এবং তার দুই সন্তানকে মুক্তি দেয়া হয়েছে।’
আল জাজিরার হোদা আবদেল-হামিদ পশ্চিম জেরুসালেম থেকে জানান, ইসরাইলি মিডিয়া এই ভিডিওকে ‘সত্য বলে বিশ্বাস করা কঠিন’ হিসেবে অভিহিত করেছে। আবদেল-হামিদ বলেন, ‘এক সাংবাদিক বলেছেন, হামাস এখন ড্যামেজ কন্ট্রোল করছে। আর এটি একটি মিডিয়া স্টান্ট। কয়েকটি ইসরাইলি চ্যানেল বলছে, এই মুক্তি ঘটেছে আরো আগে। কেউ কেউ বলছে, মুক্তি দেয়া হয়েছে শনিবার এবং হামাস এই পর্যায়ে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ছবিগুলো এখনো দেশজুড়ে প্রচারিত হচ্ছে। আল জাজিরা মাত্র তা ছেড়েছে। লোকজন যা দেখছে, তা হজম করার চেষ্টা করছে।’ তিনি বলেন, এ নিয়ে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শনিবার ইসরাইলে অভিযানের সময় প্রায় ১৫০ জনকে বন্দী করে হামাস। এরপর থেকে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় হাজারের বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে ৫,০০০। আর হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছে ১২ শ’ লোক। তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী রয়েছে।
ইসরাইল পুরোপুরি অবরোধ আরোপ করেছে গাজায়। খাদ্য, জ্বালানি, ওষুধসহ কিছুই প্রবেশ করতে পারছে না উপত্যকায়। একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রটিও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে।
সূত্র : আল জাজিরা, জেরুসালেম পোস্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com