মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ এর শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বই ও কলেজ ড্রেস বিতরণ। শনিবার গজারিয়ায় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিস্ট এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, শাহ শের আলী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ড.এম এ মান্নান সরকার, এলজিইডি’র প্রকল্প পরিচালক। কলেজ শাখার প্রতিষ্ঠাতা ও ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ এর সভাপতি প্রকৌশলী মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য ও মেঘনা প্যাকেজিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: আসিফ জসীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জি:সাহিদ মো: লিটন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোশাররফ হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, তরুন সমাজ সেবক ইঞ্জি: মহিদুল ইসলাম মিশন, প্রতিষ্ঠান প্রধান মো:নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন গজারিয়া কোন মহিলা কলেজ ছিল না তাই অনেক চিন্তা ভাবনা করে একটি মহিলা কলেজ করেছি তোমরা ঠিকমতো লেখাপড়া করে এই কলেজে মান ধরে রাখবা আর শিক্ষকের উদ্দেশ্যে বলেন আপনারা ঠিক মতো কলেজে লেখাপড়া করাইবেন তাহলেই একসময় সরকারি করুন হয়ে যাবে প্রতিবছর এখানে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ ও বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব এবং এর পাশাপাশি মেধাবী ছাত্রীদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করব।