আহমদাবাদে ভারত-পাকিস্তান বিশ্বকাপের মহারণের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দিকে আক্রমণ শানালেন সাবেক পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ। তিনি প্রকারান্তরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের এবং বিসিসিআইয়ের বিরুদ্ধে আয়োজক হিসেবে অন্যায় সুবিধা নেয়ার অভিযোগ তোলেন। চেন্নাইয়ের বাইশ গজের প্রসঙ্গ তুলে হাফিজ জানতে চান যে বিশ্বকাপ কি আইসিসির টুর্নামেন্ট নাকি বিসিসিআইয়ের? তার মতে বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট হলে সব মাঠে সব ম্যাচের জন্য কার্যত একই ধরণের পিচ তৈরি করা উচিত। কেননা আইসিসির তত্ত্ববধানে তৈরি করা হয় বাইশ গজ। তবে যদি আলাদা আলাদা ম্যাচের জন্য আলাদা আলাদা পিচ তৈরি করা হয়, তবে সন্দেহ দেখা দেয়া স্বাভাবিক।
হাফিজ আসলে ইঙ্গিত করেন চেন্নাইয়ের দুটি ম্যাচে দু’ধরণের বাইশ গজের দেখা মেলায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পিচে ভারত মাঠে নামে, তাতে স্পিনারদের জন্য বিস্তর সাহায্য ছিল। তবে যে পিচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামে, সেখানে বোলারদের জন্য বিশেষ সাহায্য ছিল না। অর্থাৎ, বাইশ গজ বানানো হয় ব্যাটারদের অনুকূলে।
ওই কারণেই হাফিজ ইঙ্গিতে দাবি করেন যে ভারত নিজেদের সুবিধার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘূর্ণি পিচ বানিয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় দুটি ম্যাচের জন্য বানানো চেন্নাইয়ের পিচের ছবি পাশাপাশি তুলে ধরেন। সেই সাথে একটি টক-শোয়ের ভিডিওও পোস্ট করেন পাকিস্তানি তারকা, যখানে তিনি নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচের আগে চেন্নাইয়ের পিচ নিয়ে নিজের মতামত পেশ করেন। ক্যাপশনে লেখেন, ‘একই মাঠে দুটি ভিন্ন চরিত্রের পিচ। প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় কি?’
হাফিজকে টক-শোয়ে বলতে শোনা যায়, ‘সবার আগে কাল এটা নির্ধারিত হয়ে যাবে যে এই টুর্নামেন্ট আইসিসি করাচ্ছে নাকি বিসিসিআই। কেননা, এখন পর্যন্ত তিনটি এমন মাঠ রয়েছে, যেখানে দুটি করে ম্যাচ হয়েছে, হায়দরাবাদ, দিল্লি ও ধরমশালা। তিনটি মাঠের পিচের চরিত্র একই রকম। দুটি করে ম্যাচেই পিচ একই রকম আচরণ করেছে। যদি চেন্নাইয়ে কাল একই রকম পিচ দেখা যায়, যেমন পিচে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ খেলা হয়েছিল, তাহলে বলার কিছু নেই। তবে যদি পিচে কোনো বদল চোখে পড়ে, তবে আপনারা বুঝে নেবেন টুর্নামেন্ট কারা করাচ্ছে।’ হাফিজকে আরো বলতে শোনা যায় যে, ‘আইসিসি টুর্নামেন্টে কারো প্রভাব খাটানো উচিত নয়। আইসিসির কিউরেটর ও তাদের নির্দেশ মতো টুর্নামেন্ট চলা উচিত। তবে যদি পিচের চরিত্রে একটুও বদল হয়, যদি ব্যাটিং পিচ দেখা যায়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’
সূত্র : হিন্দুস্তান টাইমস