সোমবার, ১৭ জুন ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

পিরোজপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩। এ উপলক্ষে রোববার সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত সবায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সভাপতি করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহারিয়ার বিন মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মুকিত হাসান খান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ তানভীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মো: সাইফুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য দেন বিআরটি এর সহকারী পরিচালক রাখেন মো: ইকবাল কবির, এ সময় বক্তারা বলেন সড়ক ব্যবস্থার উন্নয়নের ফলে দিন দিন দেশের মধ্যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সঠিকভাবে আইন না মানায় প্রতিদিন?ই ঘটছে দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত এসব দূর্ঘটনা এড়াতে সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার প্রতি গুরুত্ব দেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com