রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুরে সংবাদ সম্মেলন চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কমিটি গঠন বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উলিপুরে ইউড্রেনের দুই পাশের সংযোগ সড়ক হওয়ায় এলাকাবাসী আনন্দিত কালীগঞ্জে সরকারি স্থান থেকে ফুলের হাট স্থানান্তর: বিপাকে প্রতিবন্ধী ইজারাদার পিআইবি,র প্রশিক্ষণ গ্রহণ করলো নগরকান্দা ও সালথার সাংবাদিক বৃন্দ গজারিয়া স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা বরিশালে প্রচন্ড তাপদাহে বাড়ছে তালপাখার চাহিদা

বরিশালের আগৈলঝাড়ায় শঙ্খ ও প্রদীপের আদলে তোরণ-নৌকা দিয়ে যাতায়াত দর্শনার্থীদের ঢল

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

শঙ্খ ও প্রদীপের আদলে নির্মান করা হয়েছে সু-বিশাল তোরণ। যারমধ্যে স্থাপন করা হয়েছে বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। এলাকার ১৫ জনের একটি দল ভারতে প্রশিক্ষণ নিয়ে গত একমাস ধরে স্বেচ্ছাশ্রমে ব্যতিক্রমধর্মী এ সু-দৃশ্য তোরণ নির্মাণ করেছেন। যা ইতোমধ্যে বরিশাল বিভাগজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দক্ষ কারিগরদের সুনিপুণ হাতে নির্মান করা তোরণ থেকে মন্দির পর্যন্ত নৌকার ওপর দিয়ে পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করতেই চোখে পরে মেট্টোরেল। এ যেন বাস্তবতার মূর্ত প্রতীক হয়ে ধরা দিয়েছে দর্শনার্থীদের কাছে। প্রতিবছরের ন্যায় এবারও সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নানা ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বরিশাল বিভাগের মধ্যে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়ার রত্মপুর ইউনিয়নের বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির উদ্যোগে। মন্দির কমিটির সভাপতি সঞ্জয় রায় জানান, অন্যান্য বছরের মতো এবছরও উপজেলার গন্ডি পেরিয়ে জেলা থেকে বিভাগজুড়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অজপাড়া গাঁয়ের বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দিরের সুদৃশ্য তোরণ। পুরো তোরণজুড়ে বিভিন্ন দেব-দেবীর ছবির সাথে রয়েছে মনজুড়ানো থিম। তিনি আরও বলেন, বারপাইকা গ্রামের যুব সমাজের উদ্যোগে নয়নাভিরাম সুদৃশ্য নির্মাণ শৈলীর তোরণ নির্মানের কাজ করেছেন এলাকার স্বেচ্ছাশ্রমের লোকজন। পূজার এক মাস আগে থেকে তারা কাজ শুরু করে শ্রম স্বার্থক করেছে দর্শনার্থীসহ বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের ভূয়শী প্রসংশায়। স্থানীয় সংবাদকর্মী সৈকত বাড়ৈ বলেন, ১৯৬৭ সাল থেকে রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বারপাইকা যুবসমাজের উদ্যোগে গত ১০ বছর ধরে বাহারী ভিন্নরকমের আয়োজনে পূজার ব্যাপকতা লাভ করেছে। দিন-রাত স্বেচ্ছাশ্রমে কঠোর পরিশ্রম করে বাঁশ, কাঠ, কাপড় ও ককশীটসহ আনুসাঙ্গিক মালামাল দিয়ে কাজ করে নির্মান করা হচ্ছে সু-দৃশ্য নয়নাভিরাম তোরণ। এবছরও দৃষ্টিনন্দন তোরণটি ইতোমধ্যে বরিশাল বিভাগজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, উপজেলা পর্যায়ে ১৫৮টি মন্দিরে পূজার মাধ্যমে বরিশাল বিভাগেরতো নিশ্চয়ই; দেশের মধ্যে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে আগৈলঝাড়ায়। এরমধ্যে বারপাইকা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপে বিগত ১০বছর যাবত ব্যতিক্রম সব আয়োজন করা হয়। যা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ আর ইতিহাস হয়ে আসছে। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এবারের সার্বজনীন দুর্গাপূজার আচার শেষ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com