প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে কালীগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় উঠান বৈঠক করছেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। একই সঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাইছেন। জানা গেছে, দেশ ও দলের ডাকে সাড়া দিয়ে কালীগঞ্জের মাটিতে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মেহের আফরোজ চুমকির বাবা জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিন। টানা তিন তিনবার গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুই দুইবার হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মত অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। হয়েছেন সফল। বঙ্গবন্ধু কন্যা নারী নেতৃত্বের মডেল এই নেত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। পরে সফল এই নেত্রীকে প্রধানমন্ত্রী ভালোবেসে বর্তমানে দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রীর দায়িত্ব। নারী নেতৃত্বের এই অগ্রদূত শেখ হাসিনার মাধ্যমে সারাদেশে নারী জাগরণ সৃষ্টি করেছেন। তাই নারী উন্নয়নের বার্তা নিয়ে তিনি তার সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় উঠান বৈঠক করে বেড়াচ্ছেন। সেই বৈঠকে দেশের সামগ্রীক উন্নয়ন ও স্থানীয় উন্নয়নের জয়গাথা বলে বেড়াচ্ছেন। তাতে সাড়াও মিলছে বেশ। বিশেষ করে উঠান বৈঠকগুলোতে হচ্ছে নারীদের উপচে পড়া ভীর। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ বলেন, এই জনপদে আমাদের প্রিয় নেত্রী মেহের আফরোচ চুমকি আপা উঠান বৈঠক করছেন। আমার বিশ^াস এই উঠান বৈঠকগুলি তিনি নির্বাচনী প্রস্তুতি সভা হিসেবে চালিয়ে যাচ্ছেন। এই উঠান বৈঠকগুলো তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তৃণমূলে শেখ হাসিনার ও কালীগঞ্জে শান্তিকন্যার ব্যাপক উন্নয়নের বার্তা উঠান বৈঠকের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন আমাদের স্থানীয় উন্নয়নের বাতিঘর। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুণ-অর-রশিদ টিপু বলেন, শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি এমপি যে উঠান বৈঠক করেছেন তা এখন থেকে না, বিশ^ মহামারী করোনা থেকে শুরু এখনও পর্যন্ত প্রায় প্রতিদিন কালীগঞ্জের সাধারণ মানুষের পাশে তিনি আছেন। নিজের জীবনকে বাজি রেখে ইতিমধ্যে তিনি কর্মী বান্ধব নেত্রী হিসেবে শান্তি কন্যা উপাধিতে ভূষিত হয়েছেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জুয়েনা আহমেদ বলেন, তিন মেয়াদে প্রায় ১৫টি বছর মেহের আফরোজ চুমকি আপা ক্ষমতায় আছেন। এই সময়কালে তিনি অশান্ত কালীগঞ্জকে শান্ত করেছেন এবং ঘরে ঘরে উন্নয়ন করেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্ভি করতে তিনি অনেক কাজ করে গেছেন। নারীদের উন্নয়নে অনেক প্রকল্প এনে দিয়েছেন। সেই আলোকে তিনি স্থানীয় আসনে প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে উন্নয়নের জয় গাথা ছড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশ জাতীয় সংসদ গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা জণগনকে ভালোবেসে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশকে উন্নয়নের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছেন। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। তাই শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহব্বান করেন এই নারী নেত্রী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জনপদে আবারও নৌকার মাঝি হয়ে স্থানীয়দের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি আশস্ত করেন।