প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতা ফিরিয়েছিল। আর শেষ ম্যাচটা হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। তবে এবার আর পারল না বাংলাদেশ। লঙ্কানদের কাছে বড় ব্যবহানে হেরে সিরিজ হারাতে হয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হার ৫ উইকেটে। বাংলাদেশ ইমার্জিং দল আছে শ্রীলঙ্কা সফরে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রোববার ডাম্বুলায় স্বাগতিকদের মুখোমুখি হয় টাইগাররা। যেখানে টস হেরে ব্যাট করে শাহাদাত দিপুর ৭৯ রানে ভর করে বাংলাদেশ পায় ২২৩ রানের পুঁজি। জবাবে পভন রাথনায়েকের ৫৬ বলে ৮৫ রানে চড়ে ৩১.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে ৫৭ রানের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন পারভেজ ইমন ও প্রীতম কুমার। ৯.৫ ওভারে ইমন ৩৪ বলে ৩২ রান করে আউট হন। এরপর প্রীতম থামেন ৩৫ রান করে। তিন নম্বরে নেমে ব্যর্থ প্রান্তিক নওরোজ নাবিল দ্রুত ফিরলেও অধিনায়ক মাহমুদুল হাসান জয় যোগ করেন আরো ৩৭ রান। তবে এরপর একাই লড়েন ৫ নম্বরে নামা দিপু। যখন আউট হন তখন নামের পাশে ৭৫ বলে সমান তিনটি করে চার, ছক্কায় ৭৯ রান। তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। তাতে ৪৭ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলে লঙ্কান ওপেনার সোহান ডি সিলভা খালি হাতে ফেরেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশ ইমার্জিং পেসার রিপন মণ্ডল। এরপর জুটি গড়ে তোলেন শেভন ড্যানিয়েল ও পবন। তারা যোগ করেন ৮১ রানে। ২৭ রান করা ড্যানিয়েলকেও ফেরান রিপন।
এরপর পবনকে সঙ্গ দিয়েছেন আহান বিক্রমাসিংহে। তারা দুজন বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। মাত্র ৫৬ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন পবন। হাফ সে ুরির আগে আউট হয়েছেন ৪৭ রান করা নবোদ। তবে জয় বি ত করা যায়নি শ্রীলঙ্কাকে। ৩০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন আহান।