২০২৩-এর আগে পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে যা কখনো ঘটেনি, চলতি ক্যালেন্ডার বর্ষে দু-একবার নয়, বরং তিনবার তেমনই বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। এবছর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০-র বেশি রানে ম্যাচ জয়ের ঘটনা দেখা যায় তিনটি ক্ষেত্রে। গত বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ৩০০-এর বেশি রানে ম্যাচ জয়ের ঘটনা চোখে পড়ে। অর্থাৎ, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
উল্লেখযোগ্য বিষয় হলো, অল্পের জন্য সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়া হয়নি অজিদের। ভারতের সেই রেকর্ড অক্ষুণ্ন থাকে। ২০২৩ সালের ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের ব্যবধানে হারিয়ে দেয় ভারত।ওই ম্যাচে ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল-আউট হয়ে যায়। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড সেটিই। অর্থাৎ, ৮ রানের জন্য ভারতের সেই রেকর্ড ছোঁয়া হয়নি অস্ট্রেলিয়ার। অজিরা জায়গা করে নেয় তালিকার দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার বিরুদ্ধে জিম্বাবোয়ের ৩০৪ রানের ব্যবধান ম্যাচ জয়। ২০২৩ সালের ২৬ জুন জিম্বাবোয়ের ৬ উইকেটে ৪০৮ রানের জবাবে আমেরিকা ১০৪ রানে অল-আউট হয়ে যায়।
ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয় :
১. ভারত ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের ব্যবধানে পরাজিত করে।
২. অস্ট্রেলিয়া ২০২৩ সালে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে দেয়।
৩. জিম্বাবুয়ে ২০২৩ সালে আমেরিকাকে ৩০৪ রানে হারায়।
২০২৩ সালের আগে ওয়ান ডে ক্রিকেটে ৩০০ বা তারও বেশি রানে ম্যাচ জয়ের কোনো ঘটনা ঘটেনি। ততদিন পর্যন্ত সবচেয়ে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের নামে। ২০০৮ সালের ১ জুলাই তারা আয়ারল্যান্ডকে ২৯০ রানের ব্যবধানে হারিয়ে দেয়।
উল্লেখ্য, বুধবার দিল্লিতে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৯৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২১ ওভারে মাত্র ৯০ রানে অল-আউট হয়ে যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস