মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

‘বাজে আম্পায়ারিং আর আইসিসির জঘন্য নিয়ম হারিয়ে দিয়েছে বাবরদের!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপে শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান হেরে বসার পরে বাবর আজমদের পাশে দাঁড়ালেন ভারতের সাবেক ক্রিকেটার হজভজন সিং। পাকিস্তান দলনায়ক যে বিষয়টিকে ম্যাচের অঙ্গ বলে খেলোয়াড়সুলভ মানসিকতায় মেনে নিয়েছেন, ভাজ্জি ওই বিষয়টিকেই বিতর্কের রূপ দেন সোশ্যাল মিডিয়ায়। হরভজন এক্ষেত্রে পাকিস্তানের হারের জন্য ‘খারাপ আম্পায়ারিং’ ও ডিআরএসে আম্পায়ার্স কলের ‘জঘন্য’ নিয়মকে দায়ী করেন। যদিও ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর আজম স্পষ্ট জানান যে আম্পায়ার্স কল হল খেলার অঙ্গ। কখনো সেটি প্রতিপক্ষের অনুকূলে যায়, আবার কখনো নিজেদের অনুকূলে। তাই সেটিকে মেনে নিতেই হবে।
কী ঘটেছিল ম্যাচে : জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একসময় ২৬০ রানে ৯ উইকেট হারিয়ে বসে। সুতরাং, শেষ উইকেটে জয়ের জন্য আরো ১১ রান দরকার ছিল তাদের। এই অবস্থায় ৪৫.৫ ওভারের খেলা হওয়ার পরে আম্পায়ার একটি ওয়াইড বলের সিদ্ধান্ত দেন, যেটি ব্যাটসম্যানের প্যাডে লেগেছিল। ফলে তেমন গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত হিসেবে ১ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ঠিক তার পরেই ৪৫.৬ ওভারে ১১ নম্বর ব্যাটার শামসির বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় পাকিস্তান। আম্পায়ার আউট দেননি। পাকিস্তান রিভিউ নিলে বল ট্র্য়াকিংয়ে দেখা যায় যে হারিস রউফের বল লেগ স্টাম্পের বাইরের দিকে আঘাত করছিল। তবে আম্পায়ার এক্ষেত্রে ব্যাটসম্যানকে নট-আউট ঘোষণা করায় আম্পায়ার্স কলে বেঁচে যান শামসি। তাবরেজ ওই সময় আউট হলে দক্ষিণ আফ্রিকা ২৬৩ রানে অল-আউট হয়ে যেত। শেষমেশ ৯ উইকেটে ২৭১ রান তুলে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। হরভজন কী দাবি করেন :
এক্ষেত্রে হরভজন সিং দাবি করেন যে, আম্পায়ারিং ভালো হলে এবং আইসিসির নিয়ম যদি যথাযথ হতো, তাহলে পাকিস্তানই ম্যাচ জিতত এদিন। টুইটারে ভাজ্জি লেখেন, ‘এই ম্যাচে পাকিস্তানকে খারাপ আম্পায়ারিং ও জঘন্য নিয়মের মাশুল দিতে হলো। আইসিসির এই নিয়মটা বদলানো দরকার। যদি বল স্টাম্পে লাগে, তাহলে আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক না কেন, (ডিআরএসে তৃতীয় আম্পায়ারের) আউট দেয়া উচিত। তা না হলে প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা কোথায়?’ যদিও নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলছেন যে যখন এই ম্যাচেই আম্পায়ার্স কলের শিকার হয়ে রাসি ভ্যান ডার দাসেনকে সাজঘরে ফিরতে হয়, তখন হরভজন চুপ ছিলেন কেন? এমনকি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও ভাজ্জির টুইটের প্রতিক্রিয়া দেন। তিনি লেখেন যে, ‘ভাজ্জি, আম্পায়ার্স কল নিয়ে আমারও মত তোমার মতোই। তবে রাসি ভ্যান ডার দাসেন ও দক্ষিণ আফ্রিকার অনুভূতিও কি একই হবে?’ সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com