স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যের আলোকে ১ লা নভেম্বর/২৩ গলাচিপায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রশিক্ষিত যুবক, যুবতী নারী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধি গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে রেলি মিছিল আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী ভূমি মোঃ নাছিম রেজা, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার সজল দাস, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, শিক্ষা অফিসার মোঃ মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। সভায় যুব ঋণ নিয়ে সাফল্যের কথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুল আলম দুধা, অনুষ্ঠানে সভাপতিত্ব ও যুব দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জেয়াদুল কবির। আলোচনা শেষে ১২ জন প্রশিক্ষণ প্রাপ্তধারী যুবক ও যুবতীর মাঝে ৪ লক্ষ ৯০ হাজার টাকা সহ চেক প্রদান ও ৩০ জনের মাঝে যাতায়াত ভাতা ১৮ হাজার টাকা প্রদান করা হয়।