চট্টগ্রামের ফটিকছড়িতে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় দেড় কোটি টাকা মূল্যের মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের উপস্থিতিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চট্টগ্রাম জেলার বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেদ মিনহাজ, ২৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার, হাটহাজারী সার্কেল এডিশনাল এসপি শোয়েব আহমদ খান, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ভূজপুর থানা ওসি মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক বিগত ২০১৬ সাল হতে অদ্যাবধি পর্যন্ত চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মালিকবিহীন অবস্থায় আটককৃত ধ্বংস মাদকদ্রব্যের পরিসংখ্যান হচ্ছে- ভারতীয় বিভিন্ন প্রকার মদ ৭২৫১ বোতল, ভারতীয় বিয়ার ক্যান ২৬৯ বোতল, ভারতীয় ফেন্সিডিল ১৯২৭ বোতল, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১৮৭৮ পিস, ভারতীয় গাঁজা ৪০৯.৩৬ কেজি, ভারতীয় চোলাই মদ ২০৮.২৫ লিটার, টার্গেট ট্যাবলেট ৪০ পিস, সেনেগ্?া ট্যাবলেট ৪০ পিস, নিমসোলাইড ট্যাবলেট ৫০০ পিস।